অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালনে চট্টগ্রামে কমিটি

বড় পরিসরে চট্টগ্রামে অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপনে কবি ও সাংবাদিক আবুল মোমেনকে আহ্বায়ক করে কমিটি হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 04:13 PM
Updated : 5 August 2017, 04:13 PM

শনিবার বিকালে ‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ’ নিয়ে প্রস্তুতি সভা নগরীর এনায়েত বাজার মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রামের বিভিন্ন বামপন্থী দল ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং পেশাজীবীরা অংশ নেন।

আগামী ১৭ ও ১৮ নভেম্বর দুদিনের কর্মসূচির জন্য ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে শিক্ষকনেতা কানাই লাল দাশকে সদস্য সচিব করা হয়েছে।

আবুর মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) চট্টগ্রামের সমন্বয়ক  অপু দাশগুপ্ত, গণ সংহতি আন্দেলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি, বাসদ চট্টগ্রামের সমন্বয়ক মহিন উদ্দিন, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক রাজা মিয়া।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অ্যাডভোকেট আখতার কবীর চৌধুরী, শিক্ষকনেতা অধ্যাপক উত্তম চৌধুরী, খেলাঘর নেতা রথীন সেন ও রাশেদ হাসান।

প্রস্তুতি সভায় অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপনে রাহাত উল্লাহ জাহিদকে র্যা লি উপ-কমিটি, দীপক দত্তকে সাজসজ্জা, অধ্যক্ষ মোহাম্মদ  জাহাঙ্গীরকে অর্থ, ডা. চন্দন দাশকে প্রচার ও প্রকাশনা, আল কাদেরী জয়কে দপ্তর, শীলা দাশগুপ্তাকে সাংস্কৃতিক, জান্নাতুল ফেরদৌস পপিকে অভ্যর্থনা ও আপ্যায়ণ, শরিফ চৌহানকে স্বেচ্ছাসেবক, রাশেদ হাসানকে সেমিনার ও মিন্টু চৌধুরীকে মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক করা হয়।