ইডিইউতে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসব

গান-নৃত্য-আবৃত্তি, নাটক আর আলোচনায় ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী’ উৎসব পালন করেছে চট্টগ্রামের বেসরকারি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 01:19 PM
Updated : 5 August 2017, 01:19 PM

শনিবার নগরীর পূর্ব নাসিরাবাদে ইডিইউর স্থায়ী ক্যাম্পাসের কালচারাল ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, “পাশ্চাত্য সংস্কৃতি যত এদেশে জায়গা করে নেওয়ার চেষ্টা করুক না কেন রবীন্দ্র-নজরুলের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখাবে।

“দুই কবির রচনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সরকারি উদ্যোগ। শিক্ষা প্রতিষ্ঠানে রবীন্দ্রনাথ ও নজরুলের গানের চর্চা করতে হবে। এদের রচনা পাঠে শিশু-কিশোরদের উৎসাহিত করতে হবে।”

ইডিইউর ট্রেজারার অধ্যাপক সামস-উদ-দোহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রক্টর শাহ আহমেদ রিপন ও কালচারাল ক্লাবের উপদেষ্টা সাবরিন সারোয়ার।

অনুষ্ঠানে নাটক ‘দেনা-পাওনা’ মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা। সঙ্গীত পরিবেশনা অংশ নেন ইডিইউর শিক্ষার্থীরা।