পুঁজিবাজারে বিনিয়োগে সঠিক নির্দেশনা চান নারী উদ্যোক্তরা

সঠিক নির্দেশনা ও সহযোগিতা পেলে পুঁজিবাজারেও সফল হওয়া সম্ভব বলে মনে করেন নারী উদ্যোক্তারা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2017, 01:09 PM
Updated : 5 August 2017, 01:09 PM

শনিবার এক কর্মশালায় এমন মন্তব্য করেন চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের সংগঠন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির(সিডব্লিউসিসিআই) নেতৃস্থানীয়রা।

আইল্যান্ড সিকিউরিটিজের আয়োজনে এবং সিডব্লিউসিসিআইর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

শনিবার সিডব্লিউসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার বিষয়বস্তু ছিল ‘নারী উদ্যোক্তাদের পুঁজিবাজারে বিনোয়েগের সুযোগ ও সম্ভাবনা’।

কর্মশালায় সিডব্লউসিসিআইর ভারপ্রাপ্ত সভাপতি আবিদা সুলতানা বলেন, “অন্যান্য খাতের মত পুঁজিবাজারেও সঠিক নির্দেশনা ও সহযোগিতায় নারী উদ্যোক্তারা সফল হবেন।

“অন্য কাজের পাশাপাশি নারীরা পুঁজিবাজারে সম্পৃক্ত হতে পারেন। নারী উদ্যোক্তাদের বিনিয়োগ যাতে নিরাপদ থাকে সেদিকে নজর রাখতে হবে।”

আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “ব্যবসার খুঁটিনাটি বিষয় জানা থাকলে পুঁজিবাজারে বিনিয়োগ কখনই ঝুঁকিপূর্ণ নয়। শুধু প্রয়োজন ধৈর্য্য সহকারে সঠিক সিদ্ধান্ত নেওয়া।”

কর্মশালায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ও সিডব্লিউসিসিআইর প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলীর লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি রুহী মোস্তফা।

বক্তব্য রাখেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের হেড অব কমপ্লায়েন্স কাজী রকিবুল হাসান ও আগ্রাবাদ শাখার মো. শাহরিয়ার হাসান।

বেসরকারি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও ইউএসটিসির শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন।