সাইকেলের জন্য আলাদা লেইন দাবি

জনপ্রিয় হয়ে উঠা সাইক্লিংকে নিরাপদ করতে সাইকেলের জন্য আলাদা লেইন চালুর দাবি জানিয়েছে ‘ইউনিয়ন সাইক্লিং অব বাংলাদেশ’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2017, 03:09 PM
Updated : 4 August 2017, 03:09 PM

শুক্রবার নগরীতে আয়োজিত এক সাইকেল র‌্যালি থেকে এ দাবি জানানো হয়।

সাইকেলের আলাদা লেইনের জন্য নানা দাবি লেখা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি চেরাগী মোড়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে এক সমাবেশে ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের অ্যাডমিন শামিম মিশু বলেন, বর্তমানে পরিবেশের তাপমাত্রা বাড়ার জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড। গাড়ির কালো ধোঁয়া কার্বন ডাই অক্সাইডের জন্য বেশি দায়ী।

পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেলের বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, পাশ্চাত্যের বিভিন্ন দেশে সাইক্লিংকে উৎসাহিত করতে সড়কে আলাদা লেইনের ব্যবস্থা করা হয় যা নিরাপদ সাইক্লিংয়ের জন্য অন্যতম শর্ত।

“জনপ্রিয় হয়ে উঠতে থাকা সাইক্লিংকে নিরাপদ করতে তাই আমরাও সড়কে সাইকেলের জন্য আলাদা লেইনের দাবি জানাই।

ইউনিয়ন সাইক্লিস্ট অব বাংলাদেশের নুর হোসেন, উইলিয়াম যোসেফ গ্রান্ট ও প্রসঞ্জিত পাল অনিক সমাবেশে বক্তব্য দেন।