চট্টগ্রামে ইয়াবা রাখার মামলায় যুবকের ৫ বছর কারাদণ্ড

চট্টগ্রামের বাকলিয়া থেকে এক হাজার ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2017, 08:16 AM
Updated : 27 July 2017, 08:16 AM

চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. ইমরান (২১) চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।

“রায় ঘোষণার সময় আসামি উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১৯ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিয়াখান নগরে ইমরানের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে এক হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইমরানের বিরুদ্ধে মামলা করা হয়।

এ মামলায় গত বছরের ১৭ জুলাই অভিযোগপত্র দেওয়ার পর গত বছরের ৩০ নভেম্বর ইমরানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর বৃহস্পতিবার আদালত এ রায় দেয়।