চট্টগ্রামে হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

বাসা থেকে ধরে নিয়ে হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2017, 12:48 PM
Updated : 26 July 2017, 12:48 PM

বুধবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মোজাম্মেল হক, দিদারুল আলম ও মো. নিজাম। তিনজনই আদালতে উপিস্থত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত মহানগর পিপি মো. আবু জাফর বলেন, ধরে নিয়ে হত্যার ঘটনা প্রমাণিত হওয়ায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় দিয়েছে আদালত।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০২ সালের ১০ এপ্রিল দিবাগত রাতে আবু বকর নামের এক ব্যক্তিকে চান্দগাঁও থানাধীন খাজা রোডের বাসা থেকে আসামিরা ধরে নিয়ে যায়। পরে ওই এলাকার একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় বকরের বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।

আইনজীবী আবু জাফর জানান, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয় এবং পরের বছরের ২ এপ্রিল অভিযোগ গঠন করা হয়।