এক ঘণ্টায় পৌনে ৫ লাখ গাছ রোপণ

এক ঘণ্টায় পৌনে পাঁচ লাখ গাছ রোপণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের রাউজান উপজেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 02:41 PM
Updated : 25 July 2017, 02:41 PM

উপজেলার ১৪টি ইউনিয়নে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিবেশ রক্ষায় এ কর্মযজ্ঞে অংশ নেন শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবীসহ লক্ষাধিক মানুষ।

উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেলপথ সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ চার মাসের পরিকল্পনা, প্রস্তুতি ও পরিশ্রমের ফল এ বৃক্ষরোপণ।

“উপজেলার ২৪৩ বর্গকিলোমিটার এলাকার সড়কের দুই পাশে, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের খোলা জায়গায়, সরকারি-বেসরকারি অফিস এলাকায় এক ঘণ্টায় আমরা পৌনে পাঁচ লাখ ২০ ধরনের ফলের চারা রোপণ করেছি।”

এছাড়াও উপজেলার পাহাড়তলীতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পাঁচ হাজার আম গাছের চারা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“বনায়ন সবারই করা উচিত। বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলা করতে বৃক্ষরোপনের বিকল্প নেই। আমরা প্রতিবছর এ কর্মসূচি পালন করি। এবার বড় পরিসরে বড় আয়োজনের মধ্য দিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি,” বলেন সাংসদ ফজলে করিম।

শুধু চারা লাগানোই নয়, এ চারাগুলোকে রক্ষায় প্রস্তুতির কথাও জানান তিনি।

“চারা লাগিয়েই দায়িত্ব শেষ নয়, বলা যায় শুরু। এসব চারাগুলোকে রক্ষায় আমরা নিয়মিত তত্ত্বাবধান করব। আমাদের স্বেচ্ছাসেবকরা চারা গাছগুলোর যত্নের ব্যাপারে সজাগ থাকবে।”

১৪ ইউনিয়নের ১৫৪টি কমিটি এ চারা রোপণ কার্যক্রম দেখভাল করেন বলে জানান তিনি।