বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ নারীর লাশ বাঁশখালীর নদীতে

বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ এক নারীর লাশ চট্টগ্রামে উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোও বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 01:03 PM
Updated : 25 July 2017, 01:03 PM

সোমবার সন্ধ্যায় বাঁশখালী উপজেলার সাধনপুরে শঙ্খ নদী থেকে মুন্নী বড়ুয়ার লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

রুমা উপজেলায় স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন মুন্নী।

বাঁশখালী থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নদীতে এক মহিলার লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গতকাল তা উদ্ধার করে। খবর পেয়ে আজ মুন্নীর স্বজনরা এসে তা শনাক্ত করেন।”

ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।  

রোববার রুমা উপজেলার দালিয়ান পাড়া এলাকায় বাস থেকে নেমে হেঁটে যাওয়ার সময় পাহাড় ধসে নয়জন মাটি চাপা পড়েন।

ধসের পর জীবিত অবস্থায় চারজনকে ও সিংমেহ্লা মারমা (১৮) নামে একজনের লাশ উদ্ধার করা হলেও মুন্নী বড়ুয়া, সিংমেহ্লা মারমার ছোট বোন মেসিং মারমা (১৫) রুমা উপজেলা কৃষি ব্যাংকের কর্মকর্তা গৌতম নন্দী, উপজেলা পোস্ট মাস্টার রবিউল আলম নিখোঁজ ছিলেন।  

এদের মধ্যে সোমবার সন্ধ্যায় মুন্নীর লাশ উদ্ধার হয়।

মুন্নীর ভাই রাহুল বড়ুয়া ছোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খালেদ কেসিসি নামে একটি ফেইসবুক অ্যাকাউন্টে লাশের ছবি দেখে মুন্নীকে শনাক্ত করি।”