চিরনিদ্রায় শায়িত ইসহাক মিয়া

বৈরী আবহাওয়ার মধ্যে জানাজা শেষে চট্টগ্রামের আগ্রাবাদে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়া।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 12:26 PM
Updated : 25 July 2017, 12:26 PM

মঙ্গলবার সকালে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সাবেক এই সাংসদের জানাজা হয়।

এরপর নগরীর আগ্রাবাদের ব্যাংকক-সিঙ্গাপুর মার্কেট চত্বর এবং আগ্রাবাদের হাজিপাড়া মসজিদ মাঠে আরও দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইসহাক মিয়াকে সমাহিত করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বৃষ্টির মধ্যেই প্রবীণ এই নেতার জানাজায় অংশ নেন।  

নগরীর ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান ইসহাক মিয়া। সাবেক এই গণপরিষদ সদস্যের বয়স হয়েছিল ৮৭ বছর।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী ইসহাক মিয়া ১৯৭০ সালের নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হন।

১৯৮৬ সালের নির্বাচনে তখনকার এইচ এম এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ব্যারিস্টার সুলতান আহমেদকে পরাজিত করে চট্টগ্রামের বন্দর আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি।

ইসহাক মিয়া দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে চট্টগ্রামের আওয়ামী লীগ কর্মীরা তাকে পেয়েছেন সামনের কাতারে।