চট্টগ্রামে তড়িতাহত হয়ে দুজনের মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া ও কাপাসগোলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 01:52 PM
Updated : 24 July 2017, 06:03 PM

সোমবার বেলা ৩টার দিকে বাকলিয়ার মিয়ার বাপের মসজিদ সংলগ্ন একটি বাসায় আইপিএসে চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন আখতারী বেগম (৫৫) নামে এক নারী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন জানান, আখতারী বেগমকে বিকাল ৪টার দিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখতারী বেগম ওই এলাকার বেদার উদ্দিন চৌধুরীর স্ত্রী।

কাপাসগোলায়ও নিজের বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. নজরুল (১৮) নামে এক শিক্ষার্থী।

এএসআই আলাউদ্দিন জানান, ওই বাসায় পানি ঢোকায় বৈদ্যুতিক সুইচও ক্ষতিগ্রস্ত হয়। ওই সুইচ বন্ধ করতে গিয়ে নজরুল বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে বেলা দেড়টার দিকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নজরুল নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উদথালী ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।