ইডিইউতে ‘বিজনেস কেইস কমপিটিশন’

সমস্যা সমাধান করে কোম্পানিকে বাজারে টিকিয়ে রাখার কৌশল নিয়ে বেসরকারি ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটিতে(ইডিইউ) অনুষ্ঠিত হল ‘ইডিইউ বিজনেস কেইস কমপিটিশন’।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 05:10 PM
Updated : 23 July 2017, 05:10 PM

নগরীর মোজাফফরাবাদে ইডিইউ’র স্থায়ী ক্যাম্পাসে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইডিইউর উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান।

সিকান্দার খান বলেন, “বিজনেস কেইস কম্পিটিশনের মতো প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যত দিনগুলোতে নিজেদের একজন দক্ষ উদ্যাক্তা হিসেবে গড়ে তুলতে পারবে।”

এসব প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের টিমওয়ার্ক, যোগাযোগ দক্ষতা, সময়ানুবর্তিতা, জটিল চিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানান তিনি।

প্রতিয়োগিতায় মোট নয়টি দল অংশ নেয়। তার মধ্যে তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

ইডিইউর অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লাফার্জ হোলসিম বাংলাদেশের সিইও মাসুদ খান, ইডিইউর কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ-দোহা, উপদেষ্টা অধ্যাপক ড. আবুল হোসাইন, অ্যাকাডেমিক প্রোগ্রামের পরিচালক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল কবীর।

এছাড়াও বক্তব্য রাখেন ইডিইউ’র ইরুডিশন ক্লাবের আহবায়ক শিক্ষার্থী হাসিন ইশরাক ও ক্লাবের সমন্বয়ক মো. মোজাম্মেল হোসেন জিলানী।