চট্টগ্রামে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ‘ডাকাত’ নিহত

চট্টগ্রামের বাঁশখালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল ডাকাতের মধ্যে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 09:51 AM
Updated : 23 July 2017, 09:51 AM

রোববার গভীর রাতে বাঁশখালির চাম্বল ইউনিয়নেরর দুর্গম চূড়ান্তমূড়া পাহাড়ে এ সংঘর্ষ হয় বলে বাঁশখালি থানার ওসি মো. আলমগীর হোসেন জানিয়েছেন।

নিহত আবদুর রহমান (৫০) রহমান বাঁশখালির মধ্যম পুঁইচড়া এলাকার মৃত আমীর হামজার ছেলে।

তার বিরুদ্ধে ১২টি ডাকাতি মামলাসহ মোট ১৭টি মামলা রয়েছে বলে জানান ওসি আলমগীর হোসেন।

তিনি বলেন, গভীর রাতে পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

“পরে পুলিশ ঘটনাস্থল থেকে আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার বুকের বাম পাশে ও হাতের নিচে গুলির চিহ্ন রয়েছে।”

“এলাকায় আধিপত্য ধরে রাখতে দুই ডাকাত দলের মধ্যে এ সংঘর্ষ হয়ে থাকতে পারে,” বলেন ওসি আলমগীর।

আবদুর রহমানের কোমরে একটি ছয় রাউন্ড গুলির বেল্ট পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একনলা একটি বন্দুক ও পাঁচটি রামদা উদ্ধার করেছে পুলিশ।