প্রতি জেলায় শিশু আদালতে জোর বিচারপতির

শিশু অপরাধের বিচারের জন্য প্রতি জেলায় আলাদা আদালত প্রতিষ্ঠার মত এসেছে চট্টগ্রামে এক সভায়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 06:24 PM
Updated : 22 July 2017, 06:24 PM

শনিবার নগরীর সার্কিট হাউজে চিলড্রেন অ্যাক্ট-২০১৩ অ্যান্ড ইটস ইফেকটিভ ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক কর্মশালায় শিশু আদালত প্রতিষ্ঠার বিষয়ে জোর দেন বিশিষ্টজনেরা।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ইউনিসেফের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করে।

আলোচনায় অংশ নিয়ে উচ্চ আদালতের বিচারপতি মো. ইমাম আলী বলেন, বাংলাদেশে শিশু অপরাধ বাড়ছে। এর জন্য শিশুরা দায়ী নয়।

“জন্মগতভাবে কেউ অপরাধী হয়ে জন্ম নেয় না। শিশুদের সংশোধন ও বিচারের জন্য প্রত্যেক জেলায় শিশু আদালত প্রতিষ্ঠা করা প্রয়োজন।“

শিশু মামলা দ্রুত নিষ্পত্তি করার উপরও জোর দেন তিনি।

স্থানীয় সরকার চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক দীপক চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, শিশুরা দেশের ভবিষ্যত। তাদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে হবে।

প্রতিকূল পরিবেশে বেড়ে উঠা শিশু অপরাধে ঝুঁকতে পারে জানিয়ে তিনি বলেন, ‍সুস্থ পরিবেশ শিশুর সুস্থ বিকাশকে নিশ্চিত করে।

অন্যদের মধ্যে বিচারপতি শেখ হাসান আরিফ, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার সালেহ মো. তানভির ও অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ানও ইউনিসেফ চট্টগ্রাম প্রধান মাধুরী ব্যানার্জি সভায় উপস্থিত ছিলেন।