চট্টগ্রামে ১২ দিন আগে নিখোঁজ শিশু উদ্ধার

১২ দিন আগে চট্টগ্রাম নগরী থেকে নিখোঁজ এক শিশু উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2017, 04:44 PM
Updated : 22 July 2017, 04:44 PM

শনিবার বিকালে নগরীর বাকলিয়া থেকে উদ্ধারের পর আবদুল ওয়াজেদ মুফতী নামে ১২ বছর বয়েসী ওই শিশুকে বন্দর থানায় নিয়ে আসা হয়।

বন্দর থানার ওসি ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ জুলাই শিশুটি বন্দর থানাধীন ধোপাপাড়া এলাকার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন। এঘটনায় তার মা রোকেয়া বেগম কয়েকজন নিকটাত্মীয়কে সন্দেহ করে ১২ জুলাই থানায় অভিযোগ করেন।

শিশু আবদুল ওয়াজেদ মুফতী ধোপাপাড়া এলাকার মৃত অ্যাডভোকেট আবদুল করিমের পুত্র।

এক পুলিশ কর্মকর্তা জানান, শিশুটি নগরীর বাকলিয়া এলাকায় একটি হোটেলে বয়ের কাজ নেয়। নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা ওই হোটেল মালিক শিশুটিকে শনিবার ডবলমুরিং থানা পুলিশের কাছে নিয়ে আসেন।

ডবলমুরিং থানা পুলিশ খোঁজ খবর নিয়ে তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ওসি ময়নুল ইসলাম বলেন, শিশুটি বলেছে, তার মায়ের মারধর এবং অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে সে নিজ থেকে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।

ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।