‘চাকরি কম, জটিলতা উদ্যোক্তা হতেও’

সরকার যে সংখ্যক কর্মসংস্থানের কথা বলছে, বাস্তবে তার চেয়ে কম হওয়ার পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হতে গিয়েও নানা জটিলতায় পড়ার কথা উঠে এসেছে চট্টগ্রামে এক আলোচনা অনুষ্ঠানে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2017, 02:27 PM
Updated : 20 July 2017, 02:27 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ‘নতুন অর্থবছর : বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ’ শিরোনামে এই আলোচনা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান বলেন, দেশে যেভাবে শিক্ষিত যুবারা চাকরির বাজারে আসছে, সে হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না।

“সরকার প্রতি বছর ২০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা জানিয়েছে। অথচ চাকরি খুঁজে পাচ্ছে প্রতি বছর ৪ লাখ ৭০ হাজার।”

“উচ্চ শিক্ষা শেষ করে উদ্যোক্তা হওয়ার পথেও রয়েছে নানা জটিলতা। ব্যাংক থেকে আমলান্ত্রিক জটিলতার কারণে লোন পাওয়া যায় না, বলেন মাসুদ।

বেকারত্ব দূর এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে বরাদ্দ বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

দেশের রপ্তানি নিয়ে মাসুদ বলেন, “রাজনৈতিক অস্থিরতা, গার্মেন্ট শিল্পে ধস, আন্তর্জাতিক বাজারে মন্দাভাবের কারণে বাংলাদেশ অনেকখানি পিছিয়ে গেছে। আমদানি চিত্রের কিছুটা উন্নতি হলেও বেসরকারি খাতে নানা জটিলতা রয়ে গেছে।”

ইডিইউ’র শিক্ষক ড. মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইডিইউ’র উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান।

সিকান্দার খান বলেন, “আমরা মেগা প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু এসব মেগা প্রকল্প শুনতে ভালো লাগলেও প্রকৃতপক্ষে প্রকল্পগুলোর অধিকাংশ জনস্বার্থে কোনো কাজে আসবে কি না, তা নিয়ে সবাই সন্দিহান।”

তিনি বাজেট বাস্তবায়নে সরকারের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইডিইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক সামস-উদ-দোহা, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের উপদেষ্টা অধ্যাপক ড. আবুল হোসাইন ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল কবীর বক্তব্য রাখেন।