মাদকের মামলায় যাবজ্জীবন

ফেনসিডিল রাখার ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2017, 12:43 PM
Updated : 16 July 2017, 12:43 PM

রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরে আলম যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দিয়েছেন। 

দণ্ডপ্রাপ্ত নুরুল আলম ওরফে আলম জামিন নিয়ে পলাতক রয়েছেন বলে জানান তিনি।

মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৮ সালের ৩ মার্চ হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ সংলগ্ন চৌধুরীহাট এলাকার ছনা গাজী বাড়ির তৈয়বের ভাড়াটিয়া নুরুল আলমকে ৪৩ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এই ঘটনায় হাটহাজারী থানায় করা মামলায় আসামির বিরুদ্ধে ২০০৮ সালের ১৬ এপ্রিল অভিযোগপত্র দেয়া হয়। একই বছরের ৪ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।