পটিয়ায় দুই দুর্ঘটনায় আহত ১২

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আলাদা দুই সড়ক দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2017, 06:23 AM
Updated : 14 July 2017, 06:23 AM

শুক্রবার সকালে পটিয়ার শান্তিরহাট এলাকার দুর্ঘটনায় ১০ বাস যাত্রী এবং বাদামতলি মোড়ে আরেক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী আহত হয় বলে জানিয়েছে পুলিশ।

পটিয়ার শান্তিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ওই ১০ জন আহত হন বলে জানান হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান।

এ দুর্ঘটনায় আহতদের মধ্যে নাম পাওয়া সাতজন হলেন- জাকির (৩০), হাফিজুর রহমান (৩৫), রাজীব মারমা (২২), নুরুল আজিম (২০), ওসমান (২৮), মো. ইলিয়াস (২৮), নোমান (৫২) রয়েছেন। এছাড়া আহত আরও তিন জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাচ্ছিল বাসটি।

“নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শুরুতে সড়কের বাম পাশের দুটি বড় গাছে ধাক্কা দেয়। তারপর সড়কে উঠে ডান পাশে গিয়ে আরও একটি গাছকে ধাক্কা দেয়।”

বাসটি উদ্ধারের পর আটক রেখেছে হাইওয়ে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ওই যাত্রীরা আহত হন।

“তাদের সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিয়ে আসা হয়। অজ্ঞাতনামা তিন পুরুষের আঘাত গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

এদিকে বাদামতলি মোড়ে একটি মোটর সাইকেলের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটর সাইকেল আরোহী আহত হন।

আহতরা হলেন- মো. জুয়েল (২২) ও সাত্তার গাজী (৪০)।

নায়েক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুজনের অবস্থাই গুরুতর। তারা হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।