‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের হামলায় পুলিশসহ আহত ৫

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবকের ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 July 2017, 01:36 PM
Updated : 13 July 2017, 01:36 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার পৌর সদরের পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার ফকির বাড়ীতে এ ঘটনার পর পুলিশ রাবার বুলেট ছুড়ে মো. ফোরকান (৩২) নামের ওই যুবককে আটক করে বলে জানান ওসি সালাউদ্দিন চৌধুরী।

আহতরা হলেন- বোয়ালখালী থানার এসআই মো. ফারুক (৩৫), এএসআই মো. আহসান সুমন (৩৩), কনস্টেবল মো. শফিকুর রহমান (৩২) ও পূর্ব গোমদন্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার আক্তারুজ্জামানের স্ত্রী রেহানা আক্তার (৩৫)।

ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘মানসিক ভারসাম্যহীন’ ফোরকান বিকালে রাস্তায় ধারালো অস্ত্র নিয়ে মানুষের ওপর হামলার চেষ্টা করছিল।

“এসময় তার দুঃসম্পর্কের ভাবী রেহেনা আক্তার বাধা দিতে গেলে তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে ফোরকানকে আটকানোর চেষ্টা করলে সে তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে।”

ওসি সালাউদ্দিন বলেন, “ফোরকানের আচরণে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাকে আটক করে।”

আটক ফোরকানসহ আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।