চট্টগ্রামে স্ত্রী ও নাতনিকে ‘হত্যায়’ একজন গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় স্ত্রী ও তিন মাস বয়সী নাতনিকে কুপিয়ে হত্যার অভিযোগে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2017, 08:25 PM
Updated : 11 July 2017, 08:25 PM

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়ার পাশে হিন্দুপাড়ায় এই ঘটনায় মলি বালা (২৫) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান।

হত্যাকাণ্ডের অভিযোগে পেটান শীলকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন- পেটানের স্ত্রী পুষ্প বালা শীল (৫৫) ও তার নাতনি সঙ্গীতা শীল।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তারা।

লোহাগাড়া থানার এএসআই মেহের আলী জানান, ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী পেটান শীলকে পিটুনি দিয়ে থানায় খবর দেয়।

“পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার এবং লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

এই ঘটনায় পেটান শীলের ‘ধারালো অস্ত্রের’ আঘাতে গুরুতর আহত তার পুত্রবধূ মলি বালাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই মেহের আলী।