চট্টগ্রামে জাল নোটসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2017, 08:45 AM
Updated : 9 July 2017, 08:45 AM

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) হুমায়ুন কবির জানান, শনিবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- মনিরুল ইসলাম ওরফে রাজু সেন (৫০), সোহেল হাওলাদার (৩৬), রাজীব ধর (৪০) ও ফোরকান (৩৩)।

গোয়েন্দা কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, “কোরবানির ঈদ সামনে রেখে নগরীতে জাল টাকা ছড়িয়ে দিতে সক্রিয় হয়ে উঠছিল চারজনের ওই গ্রুপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকা থেকে জাল নোট সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেছে।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বিভিন্ন মামলা রয়েছে। তাদের মধ্য রাজু সেন ‘জাল নোট সিন্ডিকেটের নেতা’ এবং ফোরকান জাল নোটের ‘পেশাদার কারবারি’ বলে গোয়েন্দা পুলিশের ভাষ্য।