চবির সাবেক শিক্ষক ফজলে হাসানের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আহমেদ ফজলে হাসান চৌধুরী মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2017, 03:00 PM
Updated : 27 June 2017, 03:02 PM

মঙ্গলবার বিকালে নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে নিজের বাসায় তিনি মারা যান বলে তার সহকর্মী অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনজানান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৫টার দিকে বাসায় হার্ট অ্যাটাক করলে আহমেদ ফজলে হাসানকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক সালেহ উদ্দিন আরও জানান, ফজলে হাসান ডায়বেটিস এবং হৃদরোগে ভুগছিলেন।

২০০৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেওয়ার আগে আহমেদ ফজলে হাসান শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন।

সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক ফজলে হাসান বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন ও পরে সেখানেই শিক্ষকতা করেন।

ফজলে হাসান স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেরেখে গেছেন।

অধ্যাপক সালেহ উদ্দিন জানান, বুধবার মরহুমের জানাজার পর মিরসরাইয়ের চিনকি আস্তানায় নিজ গ্রামে দাফন করা হবে।