মিরসরাইয়ের লোকালয়ে গাছের ডালে অজগর

চট্টগ্রামের মিরসরাইয়ে গাছের ডাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 01:41 PM
Updated : 24 June 2017, 01:41 PM

শনিবার সকালে উপজেলার হিংগুলি ইউনিয়নের বৈদ্য গ্রামের বিমান কুমার দের বাড়ির জাম গাছে অজগরটি দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে হিংগুলি ও গোভনীয়া বিটের বন বিভাগের কর্মচারীরা বিকালে গিয়ে সাপটি উদ্ধার করেন।

গোভনীয়া বিটের বন প্রহরী বাবলু হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাম গাছটির ৩৫-৪০ ফুট উঁচু ডালে অজগরটি ছিল। ১২ ফুট লম্বা অজগরটির ওজন ২০ কেজি।”

বৈদ্য গ্রাম থেকে উদ্ধারের পর বিকালে গোভনীয়া বিটের গভীর জঙ্গলে সাপটি ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

এর আগে গত ২৪ এপ্রিল পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌমিনটোলায় একটি শিরিষ গাছের ডালে সাড়ে ছয় ফুট দীর্ঘ একটি অজগর পাওয়া যায়।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরাই অঞ্চলের কর্মকর্তা রেজাউল করিম সেদিন বলেছিলেন, খাবারের সন্ধানে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে এসেছে বলে তারা ধারণা করছেন।