চট্টগ্রামে লোকোশেডে দুর্ঘটনা

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের লোকো শেডে (ওয়ার্কশপ ও ছাউনি) একটি ফুট ওভার ব্রিজের গার্ডার ভেঙে পড়ায় ইঞ্জিন চলাচল তিন ঘণ্টা বন্ধ ছিল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 01:45 PM
Updated : 20 June 2017, 01:45 PM

মঙ্গলবার দুপুরে ফুট ওভার ব্রিজ মেরমতের সময় এই দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর লোকোশেড এলাকায় ইঞ্জিন চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম থেকে সারা দেশের রেল যোগাযোগে কোনো সমস্যা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম আবদুল হাই।  

“লোকো শেডে একটি ফুট ওভার ব্রিজ মেরামতের কাজ চলছিল। ব্রিজটির গার্ডারে যে সার্পোট দেওয়া হয়, সেটা সরে যাওয়ায় গার্ডারটি ভেঙে পড়ে। গার্ডারটি সরানোর পর ইঞ্জিন চলাচল স্বাভাবিক হয়।”