বর্ষাবরণের অর্থ পাহাড়ে দুর্গতদের দেবে চট্টগ্রাম উদীচী

অন্য বারের মতো বর্ষাবরণের অনুষ্ঠান না করে সেই আয়োজনের অর্থ পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম উদীচী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 01:34 PM
Updated : 20 June 2017, 01:34 PM

সোমবার উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়ার পর তা গণমাধ্যমকে জানানো হয়।

গত সপ্তাহে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম পাহাড় ধসে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে দেশ শতাধিক মানুষ মারা যায়।   

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক শীলা দাশগুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা এবারের বর্ষাবরণ অনুষ্ঠান বাতিল করেছি।

“পাহাড় ধসে শতাধিক মানুষ মারা গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেকে অসহায়। এ অবস্থায় উদীচী বর্ষাবরণের উৎসব করতে পারে না। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

অনুষ্ঠান আয়োজনের টাকা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণের পাশাপাশি ত্রাণ সংগ্রহ করে তাও দুর্গত এলাকায় বিতরণ করা হবে বলে জানান শীলা দাশগুপ্তা। 

সোমবারের সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর সহ-সভাপতি চন্দন দাশ, সহ-সম্পাদক জয় সেন, মনীষ মিত্র ও ভাস্কর রায়, সম্পাদকমন্ডলীর সদস্য দীপা বিশ্বাস, অন্তরা দে ও মীর এনায়েতউল্লাহ সানি।