চট্টগ্রামে হত্যার অভিযোগে ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

চট্টগ্রামে একমাস আগে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 04:06 PM
Updated : 17 June 2017, 04:06 PM

গ্রেপ্তার মো. মান্নান ওরফে কানা মান্নান (২৫) চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী।

শনিবার প্রথম প্রহরে ঢেবার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশাচালক হত্যা মামলায় ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেওয়ার জন্য তাকে চট্টগ্রাম মহানগর তৃতীয় হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে নেওয়া হয়।

গত ১৭ মে সকালে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার পরণে ছিল চেক লুঙ্গি, নীল রঙের হাফ হাতা শার্ট ও রেইন কোট।

ওই ব্যক্তিকে বুকের বাম পাশ ও ডান পায়ে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয় বলে তখন পুলিশ জানায়।

ওসি একেএম মহিউদ্দিন বলেন, আদালতে মান্নান জানিয়েছে, ওই ব্যক্তি ছিলেন রিকশাচালক, ছিনতাইয়ের উদ্দেশ্যে আরও দুই জনকে সঙ্গে নিয়ে সে তাকে হত্যা করেছে।

“টাকা ছিনিয়ে নেওয়ার সময় রিকশাচালক বাধা দিলে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে তারা; রিকশাটি নিয়ে বিক্রি করে দেয়।”