রমজানের মধ্যভাগে ‘অস্থির’ চট্টগ্রামের সবজি বাজার

শুরু থেকে স্থিতিশীল থাকা চট্টগ্রামের কাঁচাবাজার রমজানের মাঝামাঝিতে এসে অস্থির হয়ে উঠেছে; এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজিতে কেজিপ্রতি দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা করে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2017, 09:34 AM
Updated : 16 June 2017, 09:36 AM

শুক্রবার চট্টগ্রাম নগরীর কাঁচাপণ্যের বৃহত্তম পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সব সবজিতে দাম বেড়েছে। দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও।

রিয়াজউদ্দিন বাজারের সবজির খুচরা বিক্রেতা মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাইকারিতে দাম বেড়ে গেছে। তাই বেশি দামে সবজি বিক্রি করতে হচ্ছে।

হামিদ বলেন, ৫০ টাকায় বিক্রি হওয়া বেগুন এখন বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঢেড়শ গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

“বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে পাওয়া গেছে ৪০ টাকায়। টমেটো ৬০ টাকা বিক্রি হলেও গত সপ্তাহে সেটা বিক্রি হয়েছে ৩০ টাকায়। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেড়ে চিচিঙা এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়।”

এছাড়া গত সপ্তাহে কাকরল ২০ টাকায় বিক্রি হলেও এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান হামিদ।

বেড়েছে দুই ধরনের কাঁচামরিচের দামও। পাবনা থেকে আসা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ২৫ টাকায় বিক্রি হয়েছিল।

আর নওগাঁ জেলা থেকে আসা ভালো মানের কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হয়েছিল।

রিয়াজউদ্দিন বাজারের পাইকারি কাঁচাপণ্যর আড়তদার মো. শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের যেসব উপজেলা থেকে সবজি আসে সেখানে দাম বেড়ে গেছে। যতদিন সস্তায় পেয়েছি ততদিন সস্তায় বিক্রি করেছি।

দাম বাড়ার তালিকায় সঙ্গী হয়েছে ব্রয়লার মুরগিও। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম।

গত সপ্তাহে ব্রয়লার মুরগি কেজিতে ১৩৫ টাকা বিক্রি হলেও শুক্রবার সেটা বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

তবে স্বস্তি বিরাজ করছে মাছের বাজারে। রুই ২২০ টাকায়, মৃগেল ১৪০ টাকায়, তেলাপিয়া ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে রিয়াজউদ্দিন বাজারে।

অন্যদিকে লইট্ট্রা মাছ ১০০ টাকা, সাগরের টাইগার চিংড়ি ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামে। হাঁড়ছাড়া গরুর মাংস পাওয়া যাচ্ছে ৬৫০ টাকায় আর হাঁড়সহ ৫৫০ টাকায়।