পাহাড় ধসসহ দুর্যোগে চট্টগ্রামে নিহত ৩৬

চট্টগ্রামে টানা বৃষ্টিতে দুদিনে ভূমি ধস, পাহাড়ি ঢল, দেয়াল চাপা ও বজ্রপাতে মোট ৩৬ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 11:26 AM
Updated : 14 June 2017, 11:26 AM

বুধবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে হতাহতের এই তথ্য আসে।

জেলা প্রশাসনের তথ্য অনুসারে শুধু রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধস ও পাহাড়ি ঢলে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন।

রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে পাহাড় ধসে আটজন এবং ইসলামপুরে পাহাড়ধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পাহাড়ি ঢলে উপজেলার হোসনাবাদে মৃত্যু হয়েছে পাঁচ জনের।

চন্দনাইশে পাহাড় ধসে মারা গেছেন চারজন, আহত হয়েছেন দুই জন।

বাঁশখালী উপজেলায় ঝড়ে ঘরের দেয়াল চাপা পড়ে নিহত হয়েছেন একজন।

রাউজান উপজেলায় পাহাড়ি ঢলে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

এছাড়া ফটিকছড়ি উপজেলায় পাহাড়ি ঢলে একজনের মৃত্যু হয়েছে।

নগরীর হালিশহরে ঝড়ে ঘরের দেয়াল চাপায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ জন।

এছাড়া নগরীর বাকলিয়ায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে জেলা প্রশাসনের তালিকায় বজ্রপাতে নিহত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়নি।