সিআইইউর উপাচার্য পদে অধ্যাপক মাহফুজুল হক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) উপাচার্য পদে যোগ দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 01:47 PM
Updated : 11 June 2017, 01:47 PM

আগামী চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয় বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, “রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জিনাত রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।”

১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলরস গোল্ড মেডেল পাওয়া মাহফুজুল হক চৌধুরীর প্রায় ৪০টি গবেষণাধর্মী প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

১৯৭৯ সালে প্রভাষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে যোগ দেন মাহফুজুল হক। ১৯৯৬ সালে অধ্যাপক পদে ‍উন্নীত হন।

১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি নেন। ৩৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।