চট্টগ্রামে ছিনতাইকারী গ্রেপ্তার, দেড় লাখ টাকা উদ্ধার

পোশাক কারখানার এক কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 01:53 PM
Updated : 10 June 2017, 01:53 PM
শনিবার দুপুরে মো. রাজু (২২) নামের ওই ছিনতাইকারীকে নগরীর ফয়’স লেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রাজু বায়েজিদ থানার অক্সিজেন পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

তার বাসা থেকে ছিনতাই করা এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

বায়েজিদ থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফয়’স লেক এলাকা থেকে রাজুকে গ্রেপ্তারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে ছিনতাই করা এক লাখ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গত ৫ জুন নগরীর অক্সিজেন মোড়ের সাউথইস্ট ব্যাংক থেকে প্রতিষ্ঠানের এক লাখ ৯৯ হাজার টাকা তুলে রিকশায় ফিরছিলেন কোয়ালিটি ফ্যাশন নামের পোশাক কারখানার কর্মকর্তা রুবেল কুমার দে।

টি বোর্ডের কাছে স্টারশিপ গলিতে রিকশা ঢোকা মাত্র ছিনতাইকারীরা ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়।

ওসি মো. মহসিন বলেন, টাকা ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেলের চিৎকারে স্থানীয়রা ধাওয়া করে জনি নন্দী নামের এক ছিনতাইকারীকে একটি ছুরিসহ ধরে ফেলে।

পরদিন জনি আদালতে দেওয়া জবানবন্দিতে ছিনতাইয়ের কথা স্বীকার করে বলে জানান ওসি মহসিন।