চট্টগ্রামে ১৪ দোকানকে জরিমানা

অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কারচুপিসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রামের ১৪ দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 07:30 PM
Updated : 27 May 2017, 07:30 PM

শনিবার বন্দর নগরীর বহদ্দারহাট, কর্ণফুলি কমপ্লেক্স ও ইপিজেড এলাকায় এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম।

অভিযানে দোকান মালিকদের কাছ থেকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রমজান মাসে নিত্যপণ্যের দামে স্থিতিশীলতা বজায় রাখতে এ অভিযান চালানো হচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলি কমপ্লেক্স ও বহদ্দারহাটে পণ্যের মূল্য তালিকা না টাঙ্গানো, অতিরিক্ত দাম রাখা এবং ওজনে কারচুপি করায় ছয় দোকান মালিককে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নগরীর ইপিজেড এলাকায় ভিন্ন একটি অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএসটিআই’র নিবন্ধনবিহীন পরিমাপক যন্ত্র ব্যবহার করা এবং পণ্যের অতিরিক্ত দাম রাখায় আট দোকানিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিএসটিআই প্রতিনিধি এবং পুলিশের দুটি দল অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।