চট্টগ্রামে ১০ দোকানকে জরিমানা

বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না রাখাসহ কয়েকটি অপরাধে পৃথক দুই অভিযানে দশ দোকানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 03:29 PM
Updated : 25 May 2017, 03:29 PM

বৃহস্পতিবার নগরীর চকবাজার ও পাহাড়তলী বাজারে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি।

কমিটির সদস্য ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলি বাজারে মূল্য তালিকা না টাঙানোয় পাঁচ দোকানিকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।

অন্যদিকে আরেকটি অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর ‍কুমার বিশ্বাস জানান, চকবাজারে চালের বস্তায় পাটের ব্যাগ ব্যবহার না করা, অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও অতিরিক্ত দাম রাখায় পাঁচ দোকানিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বাজার মনিটরিং কমিটির সদস্য ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।