বায়ু দূষণ: চার স্টিল মিলকে সতর্ক করল পরিবেশ অধিদপ্তর

বায়ু দূষণরোধে কার্যকর পদক্ষেপ না নিলে নাসিরাবাদ শিল্প এলাকার চার স্টিল মিল বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 02:58 PM
Updated : 25 May 2017, 02:58 PM

বৃহস্পতিবার অধিদপ্তরে এক শুনানিতে মিলগুলোর মালিকদের সতর্ক করা হয় বলে বৃহস্পতিবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চার স্টিল মিল হল- সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ, রেঞ্জ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সিএসএস করপোরেশন।

চার স্টিল মিলের বিরুদ্ধে শিল্প এলাকায় অত্যধিক ধোয়া নির্গত করার অভিযোগে এ শুনানি হয়।

শুনানিতে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এবং উপ-পরিচালক ও অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহিদুর রহমান উপস্থিত ছিলেন।