বরিশাল কলোনিতে ফের ‘ব্লক রেইড’, ফেন্সিডিল উদ্ধার

চট্টগ্রামের মাদক আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনি থেকে আবারও বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 03:14 PM
Updated : 24 May 2017, 03:15 PM

বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন বরিশাল কলোনিতে ‘ব্লক রেইড’ করে নগর পুলিশের দক্ষিণ বিভাগ, গোয়েন্দা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কশিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশাল কলোনিতে এই মাসে পুলিশের চারটি অভিযানে মোট তিন হাজার ৯৬৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, “আগের অভিযানের মতো এবারও আমরা মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে সেখানে রাখা মোট ৯৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছি।”

গত ১ মে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৪৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছিল বরিশাল কলোনি থেকে। এরপর গত ৩ মে ১১ বস্তায় দুই হাজার ৩০৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “আমরা জেনেছি চার দফায় উদ্ধার করা ফেন্সিডিলগুলো তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ফারুক, ইউসুফ, সালামত ও খসরুর। তারা ওই এলাকায় বিভিন্ন মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে।”

অভিযানে কেউকে আটক করা না গেলেও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রউফ।