বিনামূল্যে ছাদে বাগান করে দেবে সিটি করপোরেশন

পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়তে চট্টগ্রামে বিনামূল্যে ভবনের ছাদে বাগান করে দেবে সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 02:34 PM
Updated : 23 May 2017, 02:34 PM

মঙ্গলবার নগরীর আন্দরকিল্লার নগরভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এ ঘোষণা দেন।

সিসিসিকে এ কাজে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে সামাজিক সংগঠন ‘তিলোত্তমা চট্টগ্রাম’।

আগামী ২৫ মে নগরীর বাউয়া বিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন মেয়র নাছির।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সবুজের প্রতি মানুষের আগ্রহটাকে আমরা জাগিয়ে তুলতে চাই। শুরুটা আমরা করে দিচ্ছি।

“প্রাথমিকভাবে ১০০টি স্কুল ও ৫০টি ভবনে এসব ছাদবাগান করা হবে। এছাড়া নগরীর সড়কদ্বীপগুলোতে যে ভবন মালিকরা বাগান করতে আগ্রহী, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।”

সবুজ নগরী গড়তে ভূমিকা রাখা দশজনকে প্রতি ছয় মাস অন্তর ‘গ্রিন অ্যাওয়ার্ড’ দেওয়ারও ঘোষণা দেন মেয়র।

তিনি বলেন, “নগরায়ন ও জনসংখ্যার চাপে গাছপালা, পাহাড়- এগুলো কমছে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

“সবুজ হারিয়ে যাওয়ার কারণে যে হুমকি তৈরি হচ্ছে, সেটা মোকাবেলা করতে হলে সবুজের কাছে আমাদের ফিরতে হবে।”

ছাদে বাগান করার পর তা রক্ষণাবেক্ষণে ভবন মালিককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান ‘তিলোত্তমা চট্টগ্রাম’র গ্রিন সিটি ক্যাম্পেইনের পরিচালক আলী মর্তুজা।

“প্রতি সপ্তাহে একবার আমাদের ভিজিল্যান্স টিম বাগান পরিদর্শনে গিয়ে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে আসবে ভবনমালিককে। চাইলে ওনারা আমাদের সাথে অনলাইনেও যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শের জন্য।”

পর্যায়ক্রমে নগরীর ৪১টি ওয়ার্ডের সবগুলো বাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে ‘ছাদবাগান’ করা হবে বলে জানান আলী মর্তুজা।