চট্টগ্রামে পিটুনিতে আহত স্কুলছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বাকলিয়ায় ‘উচ্ছৃঙ্খল’ যুবকদের পিটুনিতে আহত এক স্কুলছাত্র চারদিন পর হাসপাতালে মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 11:51 AM
Updated : 23 May 2017, 11:51 AM

মো. ইসমাইল গণি (১৪) নামের ওই স্কুলছাত্র মঙ্গলবার বিকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।

ইসমাইল বাকলিয়ার জুলেখা আমিনুর রহমান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ইসমাইলের বাবা জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে  ক্রিকেট খেলাসহ কিছু বিষয় নিয়ে ইসমাইল ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় কিছু যুবকের কথা কাটাকাটি হয়।

“এর জেরে শুক্রবার সন্ধ্যায় কোচিং শেষে বাসায় ফেরার পথে জামাই বাজার এলাকায় ওই যুবকরা ইসমাইলকে পিটিয়ে আহত করে।”

আহত ইসমাইলকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখানে লাইফ সাপোর্ট দেওয়ার জায়গা খালি না থাকায় বেসরকারি ডেল্টা হাসপাতালে করা হয় বলে জানান জসীম।

“মঙ্গলবার বিকালে চিকিৎসকরা ইসমাইলকে মৃত ঘোষণা করেন।”

জসীম আরও জানান, ছেলেকে মারপিটের পরদিন তার স্ত্রী ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

ইসমাইলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, “হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযান চালিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও ধরতে অভিযান চলছে।

“ইসমাইলের মা দণ্ডবিধির ৩২৫ ও ৩২৬ ধারায় মামলটি করেছিলেন। এখন মামলায় ৩০২ ধারা সংযুক্ত করে হত্যা মামলা হবে।”