চট্টগ্রামে টাকা ছিনিয়ে পালানো যুবককে পিটুনির পর পুলিশে

চট্টগ্রামে টাকা ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে ধরে পিটুনির পর পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 02:54 PM
Updated : 22 May 2017, 02:54 PM

সোমবার দুপুরে চেরাগী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) জাহেদুল ইসলাম।

গ্রেপ্তার মো. পারভেজ ওরফে রাসেল (২০) নগরীর বৌ বাজার এলাকার ব্যাটারি গলির বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মো. বশির নামে এক ব্যক্তি দুপুরে চেরাগী পাহাড় মোড়ের ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে বের হচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক তার কাছে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা এসময় পারভেজকে ধরে ফেললেও অন্যরা পালিয়ে যান। এসময় তার কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ পরিদর্শক জাহেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে আটক পারভেজের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে। কিছু টাকা ওই ব্যক্তির কাছে ছিল।

তিনি বলেন, ছিনতাইয়ের শিকার ব্যক্তি উদ্ধার হওয়া আড়াই লাখ টাকার বাইরে আরও আড়াই লাখ টাকা খোয়া গেছে বলে দাবি করেছেন।

পুলিশ কর্মকর্তা জাহেদুল বলেন, গ্রেপ্তার পারভেজকে নিয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। অন্যদের ধরতে পারলে জানা যাবে ছিনতাই হওয়া প্রকৃত টাকার পরিমাণ।