পায়ুপথে দেড় হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 12:42 PM
Updated : 21 May 2017, 12:42 PM

শনিবার রাতে কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী আহম্মদ (৬৯) মলদ্বারে করে ইয়াবা পাচার করছিল বলে জানান মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা। আলী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ার বাসিন্দা।

অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলী আহম্মদকে গ্রেপ্তার করা হয়। তিনি টেকনাফ থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিলেন।

“ফিরিঙ্গি বাজার এলাকায় বাস থেকে নেমে আলী হেঁটে কোতোয়ালির দিকে আসছিলেন। প্রথমে স্বীকার না করলেও  কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদে আলী তার কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন এবং পরে পায়ুপথ থেকে বের করে দেন।”

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আলী তার এক মেয়েকে টেকনাফে বিয়ে দিয়েছেন। সে সুবাদে প্রতিনিয়ত টেকনাফ আসা যাওয়া করেন।

টাকার লোভে বেশকিছুদিন ধরে তিনি ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন বলেও জিজ্ঞাসাবাদে জানান।

আলীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান তপন কান্তি শর্মা।