চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের আগ্রাবাদ বাদামতল ও বন্দর থানার মাইলের মাথা এলাকায় দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 08:26 AM
Updated : 21 May 2017, 08:26 AM

ডবলমুরিং থানার এসআই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সোয়া ৭টার দিকে বাদামতল এলাকায় একজন গাড়িচাপায় আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের তথ্য অনুযায়ী তার নাম আবুল কালাম, বয়স ৩৫ বছর।

জাতীয় পরিচয়পত্রে কালামের ঠিকানার ঘরে ডবলমুরিং থানার ইসমাইলের কলোনী লেখা রয়েছে বলে এসআই আলাউদ্দিন জানান।

তিনি বলেন, “   ড্রাইভিং লাইসেন্স দেখে মনে হচ্ছে কালাম অটোরিকশা চালক। তবে স্বজনদের খোঁজ না পাওয়ায় আমরা বিস্তারিত জনাতে পারিনি। যে গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটিও শনাক্ত করা যায়নি।”

বন্দর থানার মাইলের মাথা এলাকায় দুর্ঘটনায় নিহতের নাম অমরজ্যোতি চাকমা, তার বয়স ২৩ বছর।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, সকাল সোয়া ১০টার দিকে স্থানীয় লোকজন অমরজ্যোতিকে হাসপাতালে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পরিদর্শক জহিরুল বলেন, “সল্টগোলা ক্রসিংগামী একটি বাস অমরজ্যোতিকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।”

অমরজ্যোতি চট্টগ্রাম ইপিজেডে কিউএফএম নামে একটি জুতা তৈরির কারখানায় কাজ করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।