খালেদার কার্যালয়ে তল্লাশিতে চট্টগ্রাম বিএনপির প্রতিবাদ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2017, 02:22 PM
Updated : 20 May 2017, 02:22 PM

শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়, যাতে ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনও অংশ নেয়।

মিছিলটি এস এস খালেদ সড়ক হয়ে নগরীর কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হলে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, “আজ সকালে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি রাষ্ট্রীয় সন্ত্রাসের সামিল। এটা আওয়ামী লীগের এক অশুভ চক্রান্ত।

“আওয়ামী লীগ ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখল করে তারা ক্ষান্ত হয়নি। বিরোধী দল বিএনপির উপর একের পর এক নির্যাতনের ইতিহাস রচনা করছে।”

শাহাদাত বলেন, “বিএনপি যখন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সহায়ক সরকার গঠনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নিবার্চনের দাবি জানাচ্ছে, ঠিক তখনই সরকারের এ ধরনের আচরণ দুরভিসন্ধিমূলক।

“এই ফ্যাসিস্ট সরকার আবারও জনগণের ভোট এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েমের অপতৎপরতায় লিপ্ত।”

সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, ছাত্রদল নেতা রকিব উদ্দিন ফয়সাল ও জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।