চট্টগ্রামে আবাসন মেলা শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 01:00 PM
Updated : 18 May 2017, 01:13 PM

বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ‘সবুজে থাকুন, সবুজে বাঁচুন’ শীর্ষক এ আবাসান মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

আবাসন মেলার আয়োজন করেছে স্যানমার প্রপার্টিজ লিমিটেড।

উদ্বোধনী বক্তব্যে আ জ ম নাছির উদ্দিন বলেন, “চট্টগ্রামের আধুনিকায়নে স্যানমার গুরুত্বপূর্র্ণ ভূমিকা রাখছে।”

স্যানমার চট্টগ্রামকে নতুন করে পরিচিত করাচ্ছে জানিয়ে মেয়র বলেন, “স্যানমার তাদের প্রতিটি প্রকল্পের নির্মাণে যেভাবে পরিবেশের সুরক্ষার দিকে দৃষ্টি রাখে তা এক কথায় চমৎকার।”

মেয়র স্যানমারের কাজের এ মান ধরে রাখার অনুরোধ জানান।

স্যানমার প্রপার্টিজের বিক্রয় বিভাগের প্রধান রেজাউল হক বলেন, স্যানমার সবসময় পরিবেশবান্ধব নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

“আমাদের প্রকল্পগুলো দেখলেই সেটা যে কেউ বুঝতে পারবে। প্রতিটি প্রকল্পে যতটুকু সম্ভব আমরা সবুজের সমারোহ রাখার চেষ্টা করি”।