দাম বেশি রাখায় চট্টগ্রামে মাংস বিক্রেতাকে জরিমানা

বেশি দামে মাংস বিক্রি করায় চট্টগ্রামের কাজীর দেউড়ির এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 12:44 PM
Updated : 17 May 2017, 12:44 PM
বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশেপাশে ৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করা হলেও হাজী মোশাররফ নামের এক মাংস বিক্রেতা সাড়ে ছয়শ টাকা মাংস বিক্রি করছিল।

কেজিতে অতিরিক্ত ৫০ টাকা আদায় করার অপরাধে মোশাররফকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করছে।