আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা

চট্টগ্রামে আগুন নেভাতে গিয়ে জনতার হামলায় ফায়ার সার্ভিসের ছয় কর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 April 2017, 02:43 PM
Updated : 30 April 2017, 02:43 PM

রোববার নগরীর জিইসির মোড়ে সেন্ট্রাল প্লাজার মার্কেট এলাকার নিরিবিলি হোটেলের সামনে বৈদ্যুতিক ট্রান্সফরমারে লাগা আগুন নেভাতে গিয়ে হামলার মুখে পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রধান আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১২টা ৫০ মিনিটের আগুন লাগার সংবাদ পাই।

“এর আট মিনিট পর চন্দনপুরা ফায়ার স্টেশনের একটি গাড়ি ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছালে প্রায় শ’খানেক উচ্ছৃংখল জনতা ফায়ার সার্ভিসের গাড়ির উপর হামলা করে।”

তিনি বলেন, হামলায় তাদের ছয় কর্মী আহত ও দুটি গাড়ি ভাঙচুর হয়েছে।

অঅহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আবদুস সাত্তার বলেন, “ঘটনাস্থলে পৌছাতে আমাদের কোনো বিলম্ব হয়নি। তবুও কেন এ হামলা হয়েছে আমরা বুঝতে পারছি না “

এ ঘটনায় চকবাজার থানায় মামলা করা হবে জানান তিনি।