সিআইইউতে টিম বিল্ডিং কর্মশালা

বেসরকারি চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে টিম বিল্ডিং শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 02:03 PM
Updated : 27 April 2017, 02:03 PM

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান তদারককারী ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের’ (আইকিউএসি) এ কর্মশালায় অংশ নেন সিআইইউর শিক্ষকরা।

বৃহস্পতিবার সিআইইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান তদারক করতে উন্নত বিশ্বের মতো ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন (ইউজিসি) সম্প্রতি এ প্রকল্প গ্রহণ করেছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

কর্মশালার মূল বক্তা ছিলেন ব্যবসায় অনুষদের উপদেষ্টা অধ্যাপক ড. এম আইয়ুব ইসলাম।

এম আইয়ুব ইসলাম বলেন, উচ্চ শিক্ষার প্রসার যেভাবে হচ্ছে তার সঙ্গে তাল মিলিয়ে গুণগত মান বাড়ছে না।

উচ্চ শিক্ষার মান নিশ্চিত করতে ইউজিসি তাই সেল্ফ অ্যাসেসম্যান্টে বা আত্মমূল্যায়নের এ পদ্ধতি বাধ্যতামূলক করেছে বলে জানান তিনি।

“এ পদ্ধতির মাধ্যমে নিজেদের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে শিক্ষায় উৎকর্ষতা নিশ্চিত করা সম্ভব।”

সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, “আইকিউএসির কর্মশালার মধ্য দিয়ে সিআইইউতে আমরা শুধু সংখ্যা নয় শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন উচ্চ শিক্ষা নিশ্চিত করতে সক্ষম হব।”

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আবসার নাহিদ, ফিন্যান্স বিভাগের প্রধান ড. সৈয়দ মনজুর কাদের।

এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের প্রধান এমরান হারুন, তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান রুবেল সেন গুপ্ত, ব্যবসায় অনুষদের সহযোগী অধ্যাপক ড. নাঈম আবদুল্লাহ ও প্রকৌশল অনুষদের শিক্ষক ড. আসিফ ইকবাল।