চট্টগ্রামে ছিনতাইয়ের চেষ্টায় ছুরি মেরে তিনজনকে আহত

নগরীর জুবিলী রোডের ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীর ছুরির আঘাতে আহত হয়েছেন রিজেন্ট টেক্সটাইলের দুই কর্মকর্তা ও তাদের মাইক্রোবাসের চালক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 12:55 PM
Updated : 27 April 2017, 07:05 PM

বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে নগরীর কোতয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেট সংলগ্ন ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে ১২ লাখ ৫৬ হাজার টাকা তুলে বেরিয়ে আসার পর ছিনতাইকারীদের হামলার শিকার হন তারা।

আহতরা হলেন- রিজেন্ট টেক্সটাইলের সহকারী ব্যবস্থাপক (কমার্শিয়াল) আবদুল্লাহ আল ফাতেহ, সিনিয়র এক্সিকিউটিভ সাগর বড়ুয়া ও মাইক্রোবাস চালক উজ্জ্বল দেবনাথ।

হাবীব গ্রুপের অধীন রিজেন্ট টেক্সটাইলের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা অঞ্জন কুমার ভট্টচার্য বলেন, “ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উত্তোলন করে গাড়িতে ওঠার আগে ব্যাংকের সিঁড়িতে ছয়-সাতজন ছিনতাইকারী প্রতিষ্ঠানের চার কর্মকর্তার ওপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

“এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনজন আহত হন। ছিনতাইকারীরা আমাদের এক কর্মীর কাছ থেকে ২৬ হাজার ৪০০ টাকা নিয়ে গেছে।”

ঘটনার সময় আশপাশের লোকজন জড়ো হলে ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

আহত তিনজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কোতয়ালি থানার এসআই মামুনুর রশিদ বলেন, “ঘটনা শুনে সেখানে গিয়েছি। ব্যাংকের লোকজনের সঙ্গে কথা হয়েছে। বিকাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি।”