গাছের মগডালে অজগর, তছনছ কাকের বাসা

চট্টগ্রামে মাটি থেকে কমপক্ষে ৪০ ফুট উঁচুতে একটি গাছের ডালে চড়ে বসা অজগরকে উদ্ধার করেছে বন বিভাগ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 01:49 PM
Updated : 24 April 2017, 02:14 PM

সোমবার খাবারের সন্ধানে মিরসরায় পৌরসভার ব্যস্ত জনপদে চলে আসা অজগরটিকে আট ঘণ্টা পর উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সাদনান সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মৌমিনটোলায় ‘তিন বন্ধু ভবনের’ সামনের একটি শিরিষ গাছে অজগরটি দেখতে পান এলাকার বাসিন্দারা।

গাছটির পাশের পাঁচতলা একটি ভবনের বাসিন্দারা প্রথম সাপটিকে দেখতে পান। পরে এলাকার মানুষের ভিড় জমে গাছে চড়া অজগরটি দেখতে।

সময় বলেন, “মাটি থেকে ৪০ ফুট উপরে গাছটির একটি ডালে চড়ে সাপটি কয়েকটি কাকের বাসা তছনছ করে।”

চট্টগ্রাম উত্তর বন বিভাগের মিরসরায় অঞ্চলের কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে অজগরটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, “এটির বয়স অল্প। লম্বায় সাড়ে ছয় ফুট।”  

দুই কিলোমিটার দূরের ‘রিজার্ভ ফরেস্ট’ থেকে এটি লোকালয়ে চলে আসে বলে জানান তিনি।

“রাতে ‍বৃষ্টির মধ্যে অজগরটি খাবারের সন্ধানে বের হয়ে লোকালয়ে চলে আসে। সকাল হতেই গাছের ডালে উঠে পড়ে। সাধারণত এ সাপগুলো বৃষ্টির মধ্যে বড় ব্যাঙের সন্ধানে থাকে।”

অজগরটি ‘রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্টে’ ছাড়া হবে বলে জানান রেজাউল করিম।