চট্টগ্রামে পিকআপ চাপায় সবজি বিক্রেতার মৃত্যু

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোড় এলাকায় পিকআপ চাপায় এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 09:25 AM
Updated : 24 April 2017, 09:25 AM

নিহত ঝান্টু মিয়ার (৫০) বাড়ি ভোলা জেলার উত্তর ফরাশগঞ্জ গ্রামে। চট্টগ্রামে তিনি থাকতেন চান্দগাঁও এক কিলোমিটার এলাকায়।

চান্দগাঁও থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পিকআপ চাপায় মাথায় আঘাত পেয়েছিলেন ঝান্টু।

সকাল সাড়ে ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান।

ঝান্টুকে হাসপাতালে নিয়ে যান কালামিয়া বাজার এলাকার বাসিন্দা মেজবাহ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কালুরঘাট যাওয়ার জন্য সকালে চান্দগাঁও মোড় থেকে বাসে ওঠার সময় তিনি রাস্তায় একজনকে পড়ে থাকতে দেখেন।

“তখনও তার দেহে প্রাণ ছিল। কেউ এগিয়ে আসছে না দেখে আমি এগিয়ে যাই। একজন ট্রাফিক পুলিশ একটা অটোরিকশা ঠিক করে দিলে হাসপাতালে আসি।”

নিহতের মেয়ে আমেনা বেগম হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পাইকারি বাজার থেকে সবজি কিনে ফেরার পথে একটি পিকআপ তার বাবাকে চাপা দেয় বলে তিনি শুনেছেন।

ওসি সাইফুল আলম বলেন, দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।