শাহ আমানতে ৬০ সোনার বারসহ রিজেন্ট যাত্রী আটক

ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা একটি বিমান থেকে ৬০টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2017, 05:00 PM
Updated : 22 April 2017, 05:00 PM

আটক মোহাম্মদ সাইফুদ্দিন (৩৩) রাউজান উপজেলার গহিরার বাসিন্দা।

শনিবার রাত পৌনে ৮টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানতে আসার পর তার ট্রলি ব্যাগ তল্লাশি করে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রবীন্দ্র চন্দ্র সিংহ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে চট্টগ্রামে আসা রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটের এক যাত্রীর কাছে সোনার বার রয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এরপর যাত্রী সাইফুদ্দিনের ট্রলি ব্যাগে ৬০টি সোনার বার পাওয়া যায়।”

উদ্ধার সোনার বারের ওজন প্রায় সাত কেজি জানিয়ে সেগুলো সাইফুদ্দিন কোথা থেকে কিভাবে নিয়ে এসেছেন তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে কাস্টমস কর্মকর্তা রবীন্দ্র।