রাউজানে অবৈধভাবে গ্যাস বিক্রির সময় কভার্ড ভ্যান জব্দ

চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে গ্যাস বিক্রির সময় একটি কভার্ড ভ্যান জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 02:10 PM
Updated : 17 April 2017, 02:10 PM

সোমবার রাউজান উপজেলার তাপবিদ্যুৎ এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের এক অভিযানে ভ্যানটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপ্তাই-চট্টগ্রাম সড়ক সংলগ্ন তাপবিদ্যুৎ এলাকায় এক পাশে টিনের বেড়া দিয়ে কভার্ড ভ্যানটিকে আড়ালে রেখে অটোরিকশাতে গ্যাস সরবরাহ করা হচ্ছিল।

এভাবে গ্যাস সরবরাহ করাকে ঝুঁকিপূর্ণ মন্তব্য করে সামাদ শিকদার বলেন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এখানে। ভ্রাম্যমাণ আদালত দেখে সবাই কভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায়।

অভিযানে গ্যাস বিক্রির ১০ হাজার টাকা ও ভ্যানে থাকা ১৫০টি সিলিন্ডারও জব্দ করা হয় বলে জানান তিনি।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে রাউজান থানা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।