পোশাক শ্রমিককে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

চট্টগ্রামে পোশাক শ্রমিককে উত্ত্যক্ত করার অপরাধে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 09:19 AM
Updated : 12 April 2017, 09:19 AM

বুধবার আজিজুর রহমান ওরফে শামীম (২৬) নামের ওই যুবককে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন ।

শামীম বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী বেলতলা এলাকার বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিবেশী এক পোশাক শ্রমিককে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন শামীম।

“সকালে পোশাক শ্রমিক ওই তরুণী কর্মস্থলে যাওয়ার পথে শামীম তাকে উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।”

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমকে ছয় মাসের কারাদণ্ড দেন বলে জানান ওসি মহসিন।