চট্টগ্রামে ফ্লাইওভারের নির্মাণসামগ্রী পড়ে শিক্ষার্থী আহতের অভিযোগ

কয়েক দফা দুর্ঘটনায় বিভিন্ন পথচারী আহত হওয়ার পর এবার চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন আখতারুজ্জামান বাবু ফ্লাইওভার  থেকে নির্মাণসামগ্রী পড়ে এক শিক্ষার্থীর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2017, 12:04 PM
Updated : 10 April 2017, 01:11 PM

সোমবার বেলা ১১টার দিকে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাউয়া) স্কুলের সামনে এ দুর্ঘটনার শিকার হন ওই স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিলা রহমান (১১)।

দুপুরে নগরীর মেহেদিবাগের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে সামিলার মাথায় অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সামিলার বাবা আইনজীবী মুজিবুর রহমান অপারেশন থিয়েটারের সামনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে হেঁটে স্কুলে ঢুকার সময় ফ্লাইওভার থেকে একটি পাথর পড়ে সামিলার মাথায় পেছনের অংশ ফেটে যায়।

“খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে আসি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অস্ত্রোপচারের পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এ ঘটনায় মামলা করবেন জানিয়ে তিনি বলেন, “এর আগে বহদ্দারহাট ফ্লাইওভারের গার্ডার ধ্বসে এত প্রাণহানি হওয়ার পরেও তারা এখনো সতর্ক হয়নি।

“একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নির্মাণ কাজ চলছে, অথচ নিরাপত্তার কোনো বালাই নাই তাদের। পথচারীরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। এগুলো বন্ধ হওয়া উচিত।”

ন্যাশনাল হাসপাতালের সার্জন ডা. মো. আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সামিলার মাথার পেছনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ছয়টি সেলাই দিয়েছি। অস্ত্রোপচারের পর থেকে তাকে আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছি।”

আখতারুজ্জামান বাবু ফ্লাইওভারের প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান বিষয়টি অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাওয়া স্কুরের সামনের অংশে ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে অনেক আগে। ওখানে কোনো চলমান কাজ নেই। ফ্লাইওভার থেকে নির্মাণসামগ্রী পড়ার কোনো প্রশ্নই উঠে না।”

ঘটনাস্থল পরির্দশন করার কথা জানিয়ে তিনি বলেন, “স্কুলের সামনে একটা পাগল পথচারীদের ইট ছুড়ে মারছে বলে খবর পেয়েছি। হয়ত ওই পাগলের ছোঁড়া ইট বা পাথরেও ওই শিক্ষার্থী আহত হয়ে থাকতে পারে।”

নগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় পাঁচ দশমিক দুই কিলোমিটার দৈর্ঘ্যের এ ফ্লাইওভারটির নির্মাণ কাজের উদ্বোধন হয় ২০১৪ সালের ১১ নভেম্বর।